প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, December 8, 2013

শেক্ষপীরের ছায়ায় ‘ওথেলো’ থেকে ।১।





শেক্ষপীরের ছায়ায়
‘ওথেলো’ থেকে ।১।
কি হবে তখন ভেবে আরোগ্যের আশাগুলি উপশম যখন অতীত?
আগুনের কথা ভেবে কোনো রাতে কেটেছে কি শীত
এতাবৎ কোনোখানে কারো? যে শীত অতীত আজ সঙ্গে নিয়ে নিহত বেদনা -
তার কথা ভেবে আজ আরো শীত এ নিদাঘে কেন ডেকে আনা?
অন্ধ অদৃষ্ট তার বহমান জলের আঙ্গুলে মুছে দিলে শিলাগাত্রে খোদিত অক্ষর
বিলাপ সান্তনা নয়, ধৈর্যই একমাত্র ভরসার অন্তর্গত ঘর...


জ্ঞানী সে’ই যে তখনো ভোলেনা মরমে তার নিহিত বাঁশিটি
দাহ্য সম্পদ নিয়ে যখন ভিখারী তাকে করেছে তস্কর।।

ঘুম ঘর