প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, March 24, 2014

অনেক অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত পার হয়ে এসে...







অনেক অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত পার হয়ে এসে...

অনেক অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত পার হয়ে এসে
জানা যায় - ভাষা নয়, ভাষাটির অপব্যবহারে
অতলান্ত কলুষিত করেছি নিজেকে।

দিগন্ত পেরিয়ে আরো কিছুদূর হেঁটে যাওয়া ছাড়া
আমার নিজস্ব কোনো স্বপ্ন কিংবা
স্বরলিপি ছিলনা কখনো।
তোমাদের স্বপ্ন, সাধ, ভালবাসাগুলি
নীরবে কুড়িয়ে এনে গুহায়, পাথরে
লিখে রেখে যেতে গিয়ে দেখি
কেবল আঙ্গিকই শুধু পারঙ্গম হতে পারে
সমূলে অর্জন করতে মৃত্যু, অমরতা।

... আর সব ধূলি হয়
অগ্নুৎপাতে, ভূকম্পনে, রণে...

ঘুম ঘর