প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, October 19, 2014

পাষাণকথা






পাষাণকথা
গহনে নদীটি আর নাই –
তবু রুই, সর-পুঁটি, মৃগেলের ঘাই ...
যদিও পাষাণ ভাবো, জানি
তবু পাই, সবই টের পাই...


দরজা ভেজানো তবু
দাওয়ায় প্রতীক্ষারত সজাগ লন্ঠন।
শ্রাবণের অঝোর ঝরনে
আঙ্গিনা উঠান জুড়ে বন ...
“প্রেমের কবিতা” আরো ছাপাহোক্‌ “দেশ” পত্রিকাতে –
সেসব পুড়িয়ে এসো
শিক্ষাকরি  প্রেমের যাপন ...

গহনে নদীটি আর নাই ?
তাহলে কিভাবে আজো
এতোরুই, সর-পুঁটি, মৃগেলের ঘাই ? ...

ঘুম ঘর