প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, November 24, 2014

অনন্তের সঙ্গে সংলাপ





অনন্তের সঙ্গে সংলাপ
১।
চেতনার লুপ্তপ্রায় প্রাসাদ পেরিয়ে
যে পথ গিয়েছে বেঁকে
চৈতন্যের নির্বিকল্প আঁধারের দিকে
তারি কোনো বিসর্পিল কানাগলী থেকে
কে যেন হঠাৎই বলে অন্ধকারে ডেকেঃ
“কে তুমি”? -  তখনি
তারাগুলি অন্ধকারে চুপে যায় ডুবে ...

আমি বলিঃ “এ বিরাট ব্রহ্মান্ডের কাছে
কিছুনই। বড়জোর ধূলিকণা। তবে
আমার এই মৃত্যুশীল ছায়াটির কাছে
আমিই পরিধি, কেন্দ্র, আমিই ঈশ্বর –

আমার ব্রহ্মান্ডে আমি অন্তহীন বিশ্বচরাচর...”

ঘুম ঘর