প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, March 29, 2015

আত্ম প্রতিকৃতি





আত্ম প্রতিকৃতি

সহজেই নেশা হয় তার।
মদ আর মেয়ে শুধু নয়
বাজারের মাদারি-জুয়াতে
অনর্গল ঢেলেদিতে পারে
যাপনের সমূহ সঞ্চয় –

তবুও জীবন তার আছে –
‘বাঁচা’ – সে’ও মৃত্যুঞ্জয়ী নেশা
শেষ অশ্বমেধে তাই দেখো
সেনাপতিবেশে একা শোনে
মুন্ডহীন অশ্বদের হ্রেষা।।

ঘুম ঘর