প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, April 30, 2015

জগদ্দল






জগদ্দল
 জল
   গড়াতে গড়াতে
   গড়াতে গড়াতে
                      সমুদ্দুর
ডানা
ছড়াতে ছড়াতে
   ছড়াতে ছড়াতে
                      আকাশপুর
হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে
সূর্যাস্ত থেকে আবার সূর্যোদয় ...

ঘরময় কথাগুলি ছড়িয়ে রয়েছে
মনেহয় যেন ঝরাপাতা –
আর এই কোঠা যেন মনেরই প্রতীক
জগদ্দল হয়ে তাতে চেপে বসে আছে
নিয়তি, ঈশ্বর, প্রেম, স্মৃতি ও বিধাতা।।

ঘুম ঘর