প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, May 28, 2015

দ্বা সুপর্ণা





দ্বা সুপর্ণা

১।



সৌজন্য “কোরক” ,শারদীয় ২০১৫, http://www.srishtisandhan.com/Srishtisandhan/Magazine/Content/KRKS05KKabita.pdf
 
নীলঃ পতঙ্গো হরিতো লোহিতাক্ষ-
          স্তডিদ্গর্ভ ঋতবঃ সমুদ্রাঃ ।
অনাদিমত্ ত্বং বিভুত্বেন বর্তসে
          য়তো জাতানি ভুবনানি বিশ্বা ॥ ॥ শ্বেতাশ্বতরোপনিষত্ ॥ ৪॥৪।।

তুমি নীল ডানার ভ্রমর।
সকল গল্পের তুমি একাকী কথক।
শুকপাখি।
নিদ্রাহীন লোহিতাক্ষ তুমি
সবুজ পাতার ভিড়ে একা
জেগে থাকো পাতার মতন।

তুমি মেঘ। তুমি জল।
তড়িৎ-গর্ভ তুমি
জলধি ও স্বয়ং বিদ্যুৎ।
কুসুম ও পরাগ তুমি।
তুমি শেষ প্রলয়ের দূত।

ঋতু তুমি। ঋতুমতী তুমি।
বালক রাখাল আর
প্রিয় তার চারণের ভূমি।

জাত তুমি। তুমি অজাতও।
ধ্বনি তুমি। নীরবতা তুমি।
মৃত্যুহীন অথচ নশ্বর।
রাত্রির বিস্তার তুমি।
তুমি নীল ডানার ভ্রমর।



২।
দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া
          সমানং বৃক্ষং পরিষস্বজাতে ।
তয়োরন্যঃ পিপ্পলং স্বাদ্বত্ত্যন-
          শ্নন্নন্যো অভিচাকশীতি ॥ শ্বেতাশ্বতরোপনিষত্ ॥ ৪।৬।।



“দ্বা সুপর্ণা” তুমি।
গাও। খাও। উড়ে যাও।
ফিরে আসো।
ঘৃনা, প্রেম, রতিক্রিয়া চাও।
“দ্বা সুপর্ণা” তুমি।
চেয়ে চেয়ে দেখো।
দেখে যাও।
তুমি দুই। তুমি এক।
তুমিই যুধিষ্ঠির, তুমি
সেই সারমেয়
“দ্বা সুপর্ণা” তুমি
নিত্য সহচর –
রাত্রির বিস্তার তুমি।
তুমি নীল ডানার ভ্রমর।



ঘুম ঘর