প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, June 12, 2015

“অরণ্যের অধিকার”





“অরণ্যের অধিকার” 
মহাশ্বেতা দেবীকে –


অরণ্যের অভিশাপে জেনো
একদিন পুড়েযাবে সমুদয় “নেচার টুরিস্ট” –
“জঙ্গল মহল” আর সুপ্রসিদ্ধ “হোম্‌” ও “লজ্‌”গুলি
পুড়েযাবে অরণ্যের লুকানো আগুনে –
হায়নার মতো হিংস্র “কার্‌”গুলি, “ওম্‌নিবাস্‌”গুলি
দাউ দাউ জ্বলে উঠবে পথিমধ্যে –
লোকে জানবে “আকস্মিক দুর্ঘটনাহেতু”–
আসলে সকলি ঘটবে
অরণ্যের তীব্র অভিশাপে...

এইসব কথাগুলি আজ
অরণ্য পুড়িয়ে করা “অরণ্যের” মতন বাগানে
একলা হাঁটতে হাঁটতে জেনেছি বাতাসে লেখা
পাতাদের মৌন বিজ্ঞাপনে...

ঘুম ঘর