প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, July 26, 2015

অগ্নিবন্দনার ভূমিকা





অগ্নিবন্দনার ভূমিকা
যে আজ চন্ডাল সে’ও অচিরেই পুড়ে যাবে চিতার আগুনে।
তবু আমি বৈজুনাথই হব, হে আগুন, আমার চিতাকে
শান্ত করতে মৃৎপাত্র, মৃৎকলস নয়
অগ্নিময়ী যোনি দিয়ো, প্রবল বর্ষণ দিয়ো আর
সর্বগ্রাসী বন্যা দিয়ো নোয়াহ্‌’র মতো।

মৃৎপাত্র, মৃৎকলসহেন, হে আগুন, আমিওতো পূর্বাপর মাটিরই সন্ততি।
আমার জ্বলন্ত চিতা শান্ত করতে তাই
মাটি ফুঁড়ে এনে দিয়ো
কূলপ্লাবী জোয়ারের নদী।

ঘুম ঘর