প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, April 21, 2016

এখনো তাদের ঘরে…



এখনো তাদের ঘরে…

এখনো কাদের ঘরে চিঠি আসে?

এখনো তাদের ঘরে চিঠি আসে।
বিগত বর্ষার মতো পিওনেরা আসে
সাইকেলে চেপে কোন দিগন্তের থেকে -
এখনো তাদের ঘরে হাটখোলা পোস্টকার্ড আসে …

অর্থ হয়
এখনো তাদের কোনো দেশ আছে, দেশবাড়ি আছে।
শত্রু আছে, বন্ধু আছে, ধারদেনা আছে,
দোয়াত কলমও আছে ।
কাঠের সিন্দুকও কোনো আছে হয়তোবা …

অর্থ হয়
অন্য কিছু নয়
তারা আছে।

তারা বেঁচে আছে।

ঘুম ঘর