প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, April 25, 2016

পরদৃশ্যে




পরদৃশ্যে
মঞ্চে পা রাখামাত্র
ছুটে এলো দর্শকের ঢিল, গালাগালি।
উড়ে এলো বুলেট, বল্লম।
অর্থাৎ দৃক্‌পাতমাত্র আমিই বিজয়ী।
যদিও এহেন জয় প্রত্যাশিত ছিল
তথাপিও আকাঙ্ক্ষিত ছিলনা কদাপি।

যেহেতু আয়াসহীন এ বিজয়, তাই
বুলেট,বল্লম,ঢিল – এবম্বিধ মহা-অর্ঘ্যগুলি
প্রত্যাখ্যান করে আমি,  ওহে মুগ্ধ দর্শকের দল,
পরদৃশ্যে ফিরে আসব
টুপি খুলে ভিক্ষা চাইতে
পরাজয়, স্তুতি ও সাবাশি –

তখনো আমাকে তোমরা, ওহে মূর্খ দর্শকের দল,
জিতিয়ে দিয়োনা এইভাবে ...

ঘুম ঘর