প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, July 6, 2016

মেয়েকে, জন্মদিনে



মেয়েকে, জন্মদিনে

চল পুগি কাছাড় যাবো
হেথায় নাহি সুখ রে
কাছাড় দেশে যাবো পুগি
বেঙ্গালুরু ছাড়িয়া।

হেথায় শুধু ট্যাকার দাম
আইটি মাগী,মরদ, জ্যাম
ফেলেট্‌ বাড়ির জেলের কোঠায়
নিইভ্যা আসে দম রে
চল পুগি কাছাড় যাবো
হেথায় নাহি সুখ রে

কাছাড় দেশে কিচ্ছু নাই
কেবল কয়খান নদীরে
মোদের মনে রাখ্‌সে ,পুগি,
দেখি গিয়া যদি রে –

তা’লেই পুগি, ডুগ্‌ডুগি
বাজাই তুই আর মুই রে
চল পুগি কাছাড় যাবো
হেথায় নাহি সুখ রে

কাছাড় গেলে আছাড় খাইব
তা’ও ভালো, পুগি’রে –
মনিমুক্তা পাঠশালায়
রিস্‌কায় চড়ি যাবি’ রে
চল পুগি কাছাড় যাবো
হেথায় নাহি সুখ রে
কাছাড় দেশে যাবো পুগি
বেঙ্গালুরু ছাড়িয়া।




ঘুম ঘর