প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, August 11, 2016

এসো মদ খেতে বসি




এসো মদ খেতে বসি

এসো মদ খেতে বসি।
পাত্রগুলি উপলক্ষ করে
এসো মাতি
রোমন্থনে, গানে।

এসো মদ খেতে বসি।
সাক্ষী থাকুক শুঁড়ি
রাত্রিপথ
নদী ও জোনাকি।

এসো মদ খেতে বসি।
নিয়তিকে প্রতিপক্ষ করে
এসো মাতি
প্রলাপে সংলাপে।
উড়ে যাক আনন্দিত
প্রেত, রাতপাখি-

ঢালো মদ, আরো মদ
রাত্রি ফুরাতে নেই বাকি-

ঘুম ঘর