প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, January 14, 2017

আঁচল



 আঁচল

রাখবে যদি জড়িয়ে আঁচলে
তাহালে  এ আঁচল বিস্তার
করে দিতে হবে, সখী,
আগুনে, বাতাসে, জলে
শুধু নয় –
পাপে,কামে, মর্ষ অনাচারে।
অক্ষরের চোরকাঁটা বিঁধে
আঁচলটি ছিড়ে গেলে তবু
ঢেকে নিতে হবে সে আঁচলে
সুঁড়ির দুয়ার আর গণীকা ভগিণীদের
ছেঁড়াফাঁরা স্তন, নাভি, ঊরু।

রাখবে যদি জড়িয়ে আঁচলে
তাহলে বিস্তার করে
দিতে হবে, সখী,
দ্রৌপদীর শাড়ির মতন
নানাবর্ণে, ঘামেরক্তে,
তোমার ওই অমলিন 
বিশুদ্আঁচল।

নতুবা অনর্থ হবে।
শুঘু ছিঁড়ে যাবে
আঁচলে আজন্ম বন্দী
   অভীপ্সার সব ফুলদল।

ঘুম ঘর