প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, April 22, 2017

“আরোগ্য নিকেতন”



আরোগ্য নিকেতন

ব্যবহারে ক্ষয়ে আসে ধার
দুঃখ সুখ স্মৃতি অভিমান -
সংগোপন সকল বর্শার।

পাপবোধ – সে’ও ক্রমে রে
বহুল বিচারে, ব্যবহারে -
পাপীটির শয়নে, শিয়রে।

জ্ঞাতসারে প্রতিআক্রমণ
সুবিদিত নিয়তি তখন।

এই কথা লিখেরাখো মন
সময় – আরোগ্য নিকেতন

ঘুম ঘর