প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, May 24, 2017

গ্রন্থকীট




গ্রন্থকীট

এ এক অদ্ভুত গ্রন্থ -
পাখি পড়ে, আর পড়ে গাছ।
বাতাস পড়লে তাকে
পাতায় পাতায় ঢাকে
নক্ষত্রের শরে বিদ্ধ
       অবধ্য আকাশ।

এ এক অদ্ভুত গ্রন্থ -
শেষহীন, ভূমিকাবিহীন।
উইধরা দুইটি মলাটে ধরে রাখে
জন্মমৃত্যু
আর রাত্রিদিন।

ঘুম ঘর