প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, July 31, 2017

দেশান্তর



দেশান্তর

একটি দেশের কথা বল
যে দেশে নদীর নাম
আজো বেত্রবতী

একটি দেশের কথা বল
যে দেশের রাজা নেই অথচ প্রাসাদে
মায়া ও বিষাদ নামে
দুটি পরী আছে, মাঠ আছে
মাঠে মাঠে রাখালেরা আছে।
রাজকন্যা নেই, তবু
তারই খোঁজে প্রাসাদের কাছে
দ্বিপ্রহরে রাখালেরা আসে –

তাদের রক্তের ভিড়ে
পুণ্যপাপ মিলেমিশে আছে।

একটি দেশের কথা বল
যে দেশ মৃত্যুর নয়, তবু
মৃত্যুর বুড়ি ছুঁয়ে আছে

ঘুম ঘর