প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, May 5, 2018

"রূপনারানের কূলে"


"রূপনারানের কূলে"

জীবনের সত্যগুলি ঢাকা পড়েযায়
ক্রমে ক্রমে
শ্যাওলাদামে,কচুরীপানায়
সেইসব শ্যাওলাদাম, কচুরীপানাকে
ক্রমে ক্রমে
সেতুর মতন মনেহয়। মনেহয়
হেঁটে যাওয়াযায়
তাদের উপর দিয়ে
চক্রবালে। বিস্মৃতিরেখায়...

#

তারপর একদিন একটি বালক
অথবা পরীর মতো একটি বালিকা
পাড় ধরে দৌড়ে যেতে যেতে
হঠাৎই একটি নুড়ি
ছুঁড়েদিলে শ্যাওলাদামে, কচুরীপানায়
জীবনের সত্যগুলি
বর্শাহেন ঝলসে উঠে সহসা জানায়
'সত্য কঠিন', তাকে
শুধুমাত্র অক্ষরেই ভালবাসা যায়।
৫/৫/২০১৮
বেঙ্গালোর

ঘুম ঘর