প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, May 6, 2018

দাহ্য এপিটাফ


দাহ্য এপিটাফ

কোথাও বৃষ্টির জলে অবিরল ঝরেযাচ্ছে
আমার আকাঙ্ক্ষিত লেখনভঙ্গিমা।
কাগজের নৌকাহেন
ভেসেযাচ্ছে রচিত অক্ষর
কোথাও বৃষ্টির জলে
কোনো গ্রহান্তরে।
এই গ্রহে,
এই অধ্যাদেশপ্রাপ্ত যাপনে
আমার অক্ষরগুলি
অপরের নির্ধারিত পরিক্রমাপথে
ক্রমশই হয়ে উঠছে
আমার লেখনভঙ্গি, বর্নমালা,
দাহ্য এপিটাফ।

৫/৫/২০১৮
বেঙ্গালোর

ঘুম ঘর