প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, May 8, 2018

আত্মবেশ


আত্মবেশ
" Mistake no more. I am not Litio,
Nor a musician as I seem to be,
But one that scorn to live in this disguise"
-The Taming Of the Shrew, 4.2

১।
না,আর ছদ্মবেশ নয়।
আমি সে রাখাল নই, যার
হাতে বাঁশি, কুরুবকহার
কন্ঠে শোভে। এ জেনো আমার
বন্দীবেশ। অভিশপ্ত
দাহ্য উপহার।।

২।
না, আর করোনা ভুল। যদিও ধরেছি
বেশ বাঁশরিয়াহেন। আদতে এ দাহ্য ভেক -
-বন্দীসাজ - জ্ঞাতসারে
নিজেকে ভুলানো।।

ঘুম ঘর