প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, June 14, 2018

কথা


কথা
কথা থাক
রাত্রি গড়াক।
কথা হবে
কোথাও নীরবে।
থেমেগেলে
সব কথকতা
কথা হবে।
পেয়েছি বারতা -

কথাগুলি
জমে জমে তারা
যেন কোন্‌ পথের ইশারা -
কোথা শেষ?
কথা। অবশেষ -

কথা নদী
ডেকে নেয় যদি
কথা শেষে
ইশারার দেশে -
লিখি কথা
নীরব বারতা।

উৎসর্গঃ সুশান্ত কর

ঘুম ঘর