প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, September 29, 2018

বিজনের বিরাট ব্যস্ততা


বিজনের বিরাট ব্যস্ততা
কোনোদিন কথা ভেবেছো কি? এলোমেলো, নাকাজের কথা?
শোক নয়, সুখ নয়, সাধ-স্বপ্ন, অভিমান নয়,
যোগ, ধ্যান, অধ্যয়ন নয় - শরতের মেঘের মতন
নিতান্তই নাকাজের কথা? যথা সুচরিতা
"গোরা" না'কি "গোরা"র "তর্কতত্ত্ব"
প্রকৃতার্থে ভালবেসেছিল? অথবা টলস্টয়
যদি "লেভিনে"র সাথে "আনা"র সাক্ষাৎপর্ব দিতেন ঘটিয়ে
কিহতো তাহলে? কিংবা স্পীনোজা
পড়লেই কেন মনে আসে ভারতীয়, সনাতন গাথা ...
- ভেবেছো কি? এবম্বিধ নাকাজের কথা?
শোক নয়, সুখ নয়, সাধ-স্বপ্ন, অভিমান নয়,
যোগ, ধ্যান, অধ্যয়ন নয় - শরতের মেঘের মতন
নিতান্তই নাকাজের কথা? যথা দেশগ্রামে
সরল খাঁ'র দিঘিটিতে, শীতে, দুধশাদা বকপাখিগুলি
দলবেঁধে আজো আসেকি'না?
নাকাজের এ সকল ভাবা কোনোদিন ভাবোনাই যদি
তবে তুমি সততা, চেষ্টা, প্রীতি, মমতা বা প্রেম সত্ত্বেও
আমার মর্মগত বিজনের বিরাট ব্যস্ততা
কোনোদিনই বুঝতে পারবেনা।
২০/৮/২০১৮- ২৯/৯/২০১৮

ঘুম ঘর