প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

জবাবদিহি


জবাবদিহি





এই ব্লগটি

একটি 'বাজে খাতা' । অর্থাৎ

যে খাতা মাষ্টার মশাইকে দেখানোর জন্য নয়।  সহপাঠী

সমপাঠী, বন্ধু

এদেরই দেখানো চলে শুধু। উপমা-সূত্রটি

কবি ও অগ্রজ

অমিতাভ দেব চৌধুরি'র কাছ থেকে ধার করা। এই

ওয়েব্‌-লগ্‌'টিকে এর চেয়ে বেশী

বা এর চেয়ে কম

সম্মান দিলে ভুল হবে।

অনেক বন্ধু সম্পাদকই এই ব্লগ্‌ থেকে লেখা নিয়ে কাগজে ছাপা যায় কি'না প্রশ্ন করেছেন।

এর উওর "যায়"। 

আমি কপিরাইটে বিশ্বাস করিনা। তবে

কোন্‌ লেখা নিচ্ছেন আমাকে জানিয়ে দিলে

সুবিধে হয় কারন অনেক লেখাই পরে এডিট্‌ হয়। কখনো এখানেই,

অন্য শিরোনামে, থাকে। কখনো আমার কাগজের খাতাতেই

থেকে যায় সেই এডিটেড্‌ ভার্সন। তা ছাড়া অন্য সম্পাদক

হয়তো ছেপেও থাকতে পারেন লেখাটি। সম্পাদক মশাই

যদি 'কপিরাইট'এ বিশ্বাস করেন তাহলে একই লেখা

দুই জায়গায় ছাপার জন্য সম্পাদক বনাম সম্পাদক

সংঘাত সম্ভব।

যা এড়িয়ে যাওয়ায় মঙ্গল।

 

 

আমার ঠিকানাঃ sbiswas1972.blr@gmail.com




ঘুম ঘর