বিধর্মীর ধর্মমতামত
------------------------------------
ধ্যানে যোগে আস্থা নাই,
ভরসা নাই ঋষিবাক্যে, বেদে।
যে কুসুম অনায়াসে উদ্যানে বা ক্লেদে
সমভাবে জন্ম নিয়ে অযত্নেই বেড়ে
অতঃপর অন্তর্গত নক্ষত্রনিকরে
মিশে গিয়ে ফিরে আসে 
মৃত্যুহীন স্মৃতির শিয়রে
কেবল সেসব বৃক্ষে, গুল্মে অথবা
লতায়, পাতায়, ঘাসে, শিশিরে শিশিরে
প্রকৃত অমৃত রেখে অন্ধকার, দাহ্য দেবতারা
প্রতিরাত্রে মৃত্যুগ্রহে উড়ে গিয়ে ফের
গণিকাভগিনী গর্ভে পরের সকালে 
জন্ম নিয়ে এ সকল দ্রাঘিমা, অক্ষকে
 রক্ষা করে মর্ষকামী ঈশ্বর ও 
আলোকিত ঋষিবাক্যহেন
সমুদয় তক্ষকের থেকে।
#
সুতরাং ক্লেদ থেকে ক্লেদের গভীরে 
নেমেযাই জেনে নিতে 
ক্লেদজ কুসুমরাজি 
কোন গর্ভে, কি জাদুতে ফোটে।।