প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, December 29, 2013

‘অমরতাকামী’দের প্রতি





‘অমরতাকামী’দের প্রতি


“মহাকাল কতো সাল কাকে মনে রাখে?”
-   এই প্রশ্নে ব্যতিব্যস্ত অতিকায় “কবি”দের ছেড়ে
আমার শয্যায় এসো, সখি সরস্বতী –
যদিও খৈয়াম নই তবু
আমারো পকেটে আছে মৃত্যুহীন মদের বোতল,
মৃত্যুশীল পংক্তি আর দাহ্য প্রেম-প্রীতি –
মহাকাল যার কাব্য যতো রাতই রাখুক পকেটে
শ্মশান ও কবরই শেষে
মুষিক ও মার্জারদের কালাতীত অমোঘ নিয়তি।

অতএব আত্মরতি, সন্ত-ভান, অমরতা-উপাখ্যান ছেড়ে
আমার শয্যায় এসো, সরস্বতী, এই হিমরাতে
মর্মগত সমুদয় ক্ষনজীবি পংক্তিগুলি আমি
তোমার উরুতে জ্বেলে আগুন পুহিয়ে
ভোররাতে ভষ্ম হবো ক্ষনজন্মা উল্কাদের সাথে।।

ঘুম ঘর