প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, December 28, 2013

২৪ ডিসেম্বর সন্ধ্যায়






২৪ ডিসেম্বর সন্ধ্যায়


আরেক দিনের শেষে
আরো এক সন্ধ্যা নেমে এলো ...
ঘরে ঘরে দীপ জ্বলে,
পথের কিনারে এসে চোখ ঠারে গণিকা বোনেরা,
তবু কেন মনেহয়
অন্ধকারে কি যেন হারালো ...


আমি পথ হাঁটি আর
দূর থেকে হেঁটে আসে
অন্ধকারে একা  এক তারা।

পাহাড় পেরিয়ে তবে
খোড়ো কোনো কুয়াশা কুটীরে
যা কিছু হারালো সব ফিরে দিয়ে যেতে
আসিবে কি কবেকার
নিরুদ্দিষ্ট রাজা?

এই পথ অবিশ্বাস?
ঐ তারা
বিশ্বাসের অদিতি ইশারা?

ঘুম ঘর