আড়াল
নিজেকে আড়াল করবো, চাই ঘাস, লতাপাতা, নুয়েপড়া অর্জুনের ডাল –
নিজেকে আড়াল করবো, আলখাল্লা চাই, মহাকাল ...
প্রতিশয্যা শরশয্যা –
বিনাযুদ্ধে ছেড়ে দেওয়া
সসাগরা আকাশ, মেদিনী –
যতোটা তোমার কাছে,মহাকাল,তুমিওতো
ততোটাই গোপনে আমার কাছে ঋনী ...