প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, December 22, 2013

আড়াল





আড়াল
নিজেকে আড়াল করবো, চাই ঘাস, লতাপাতা, নুয়েপড়া অর্জুনের ডাল –
নিজেকে আড়াল করবো, আলখাল্লা চাই, মহাকাল ...

প্রতিশয্যা শরশয্যা –
বিনাযুদ্ধে ছেড়ে দেওয়া
সসাগরা আকাশ, মেদিনী –
যতোটা তোমার কাছে,মহাকাল,তুমিওতো
ততোটাই গোপনে আমার কাছে ঋনী ...

ঘুম ঘর