দিওয়ার-খিড়কি খুলে
দিওয়ারে
খিড়কি ছিল। পাকাপাকি
বন্ধ হলো। নাকি
খিড়কি আগলে থাকা
দিওয়ার টি ধসে
খসে গেলো
সব বাধা, বিঘ্ন
খিড়কির? খুলবার
আর
বন্ধ করবার
দরকার
আমূল ফুরালো? খিলে
গেলো, খুলে
গেলো
সব কুঁড়ি, সব পাঁপড়ি
আকাশ-খিড়কি পাড়ে
গ্রহান্তের
মেঘের দিওয়ারে? ঘাস-
-ফুল একজন
শুধু
জেগে
রয়ে গেলো, থেকে যাবে
মড়া-বাঁচা
সাঁকোর কিনারে?
