প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, April 30, 2015

শ্মশানবান্ধবেরা






শ্মশানবান্ধবেরা
যদিও চন্ডাল তাকে ছুঁড়েমারে
চ্যালাকাঠ, আধপোড়া খুলি ও করোটি
তবু সব মালা আর বিধিবদ্ধ মিছিল পেরিয়ে
শবানুগমনে যায় লাওয়ারিশ কুকুরই প্রকৃত।

শ্মশানবান্ধবেরা ক্রমে ক্রমে জমে উঠলে
ভাড়া করা শোকে আর গঞ্জিকার উতল উৎসবে
লাওয়ারিশ  এ কুত্তাটিই নিষ্পলক চিতাটির দিকে
অবৈধবান্ধবীহেন চেয়ে থাকে আকাঙ্ক্ষায়, মোহে ...

যদিও চন্ডাল তাকে ছুঁড়েমারে
চ্যালাকাঠ, আধপোড়া খুলি ও করোটি
তবুও সে নাতিদূরে প্রতীক্ষায় থাকে
কখন যমের দূত সশরীরে এসে
শবকে জ্ঞাপন করবে গূঢ় এ বারতাঃ
“ স্বর্গ কেন নরকেও যেতে চাও যদি
কুত্তা নিয়ে পারবেনা-
               পারেনি স্বয়ং নচিকেতা” –
কি জবাব দেবে শব এই প্রশ্নটির?
লাওয়ারিশ কুত্তা ভাবে – ধ্যানমগ্ন – স্থির –

শ্মশানবান্ধবেরা দলবেঁধে ফিরে গেলে পরে
চন্ডালও তাকে আর আধপোড়া করোটি ছুঁড়েনা –
করোটিতে মদ খায় আর
লাওয়ারিশ কুত্তা আর প্রশ্নটিকে ঘিরে
ধীরে নামে রাতের শিশির...

ঘুম ঘর