প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, April 30, 2015

মুখবন্ধ, মূর্খ পাঠকের -

মুখবন্ধ, মূর্খ পাঠকের -
আর কিছু পড়বোনা।
বাকিটা জীবন ধরে
তোমাদেরি পড়ে পড়ে –( নিবিড় অরণ্যহেন হে মিল্টন –
-কালী সিংগি,দান্তে আর গ্যাটে ...
কার্তিকের জ্যোৎস্নারাতে, হে তুমি, জীবনানন্দ –
বিভূতি ও “ওবিন ঠাকুর” ...
ফাইদোর দস্তয়েভস্কি, শেক্ষপীর, সিমোনো,বঙ্কিম –
ঝড়োরাতে আশ্রয়ের শেষ অন্তঃপুর ...
“দত্তকূলোদ্ভব” “দৈত্য” – হে মাইকেল –
লাইউসের মতো রবীন্দ্র ঠাকুর আর
ফগ্‌হর্ন – ঋষি টলস্টয় )
ঘুমিয়ে পড়বো ভাবি – একদিন –
-জানালার পাশে এই এলোমেলো পড়ার টেবিলে –
থাকুন অপর সিংহ, ফেউ, কুত্তা, পেঁচা ও শৃগাল
নিজ নিজ গুহাগর্ভে
পাঠক, স্তাবক আর ভাবুক বেষ্টিত –

তবু গ্রন্থ, আহা গ্রন্থ, সাইরেনের জাদুকরী সঙ্গীতের মতো
মন্ত্রবলে করেতোলে মুহুর্তেই মেষ – পুনরায় –
টেবিলে সার্ত্রে, কামু, দেরিদা ও জ্ঞানগর্ভ ম্যাগাজিন দেখে
ব্যর্থতার অন্তর্গত ব্যাপ্তি পাওয়াযায় ...

ঘুম ঘর