প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, April 19, 2015

নীল ফুল







নীল ফুল

“পরী না ডাইনি তুমি?”
বলি মৃত্যুকে আমিঃ
“মালঞ্চ না’কি
নির্জলা মরুভূমি?”

কে যেন আমাকে বলে
দেহ ঢেকে বল্কলেঃ
“দেখো মৃত্যুর গাছে
নীল ফুল ফুটে আছে –
বাদ্‌লা বাতাস লেগে
ছড়াচ্ছে দিকে দিকে

মৃত্যুর নীল ফুল

কুড়িয়ে কে কালো মেয়ে
কানেতে করেছে দুল ...”

মৃত্যু কি নীল ফুল?

ঘুম ঘর