প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, May 6, 2015

জয়ের কৌশলগুলি





জয়ের কৌশলগুলি
হাফ্‌টাইম পেরিয়েও
তিন থেকে চার গোলে
যে দলটি পিছিয়ে রয়েছে
সে দলের ক্যাপ্টেনহেন
মনেহয় নিজেকেও যেন –

রেফারির শেষ বাঁশি বাজবার আগে
এক আধটা গোল যদি
হয়ওবা শোধ কোনোভাবে
তথাপি যাবেনা জেতা – জানাকথা – তবু
খেলে যেতে হবে আরো চল্লিশ মিনিট –
পাস্‌ দিয়ে, পাস্‌ নিয়ে,
অফ্‌সাইড, ফাউল বাঁচিয়ে ...

এমত সময়ে যদি
সে হঠাৎ স্ব-ইচ্ছায় সেম্‌-সাইড্‌ করে,গ্যালারিতে বসেথাকা হিংস্র দর্শকেরা –
ছুঁড়োনা পাথর তার মাথা লক্ষ্যকরে ...

মাথানত করে তাকে চলেযেতে দিও।

জয়ের কৌশলগুলি সঠিক প্রয়োগ করে সঠিক সময়ে
ট্রফি জিতে নিয়েযাবে ভেবে
সেওতো সততাসহ
বুটপায়ে মাঠে নেমেছিল ...

ঘুম ঘর