প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, June 30, 2018

ছায়ার নদীতে


[ প্রায় ১৭-১৮ বছর আগে যে অক্ষরগুলিকে পার হয়ে এসেছিলাম আজ তাদের ছায়াতে বসে টেরপাই তারা জীবিত অদ্যাপি।
 টেরপাই তারা অন্য অবয়ব চায় ...]


ছায়ার নদীতে
ক্রমশ বিলোতে হবে সব।
তা'নাহলে এতো পুণ্য, এতো পাপ, এতো অনুভব
কিভাবে বহন করবে
পাহাড়িয়া পথে যেতে একা?
নিজস্ব ক্রুশটি ভিন্ন আর যতো মর্মগত মুখর, নীরব
সবই ফেলে
অথবা বিলিয়ে যেতে হবে
প্রাসাদে, মন্দিরে কিংবা গণিকা পল্লীতে।
তারপর সেড়ে নেওয়া স্নান
পাহাড়ের সানুদেশে ছায়ার নদীতে -
যেখানে সমূহ যোনি
পদ্মহেন তৃপ্ত ফুটে আছে।।
১৯ মার্চ্চ ২০০১, কলকাতা
ফিরেলেখাঃ ৩০ জুন ২০১৮, বেঙ্গালোর

ঘুম ঘর