প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, June 8, 2018

যুদ্ধে যাব?

একটি পাখি যাচ্ছে ডাকি
"যুদ্ধে যাব,  যুদ্ধে যাব "
"যুদ্ধ কিসের?" যেই শুধানো
শুধোয় পাখি "উড়তে জানো?

উড়তে জানো উল্কাহেন
ঝরতে ঝরতে পুড়িয়ে ডানা?
ভস্ম করে আপনাকে আর
চক্রবালের গড়ঠিকানা?

যুদ্ধ আমার এই আকাশ আর
বন্দী আমার আমি'র সাথে -
ডানাই হবে আকাশ কবে
রয়েছি সেই প্রতীক্ষাতে।

এবার বলো, যুদ্ধে যাবে
আমার ডানার ছায়ার পথে?
নাকি যাপন চলবে এমন
বৃদ্ধ ঘোড়ার ভগ্ন রথে?"

ঘুম ঘর