প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, February 25, 2019

অভিধান

অভিধান
-------------
ঈশ্বর
-------
ঈশ্বর,
এক অলীক স্বর
- কেউ কেউ শোনে।
ঈশ্বর,
এক অলীক স্বর
- কেউ কেউ নিরত নির্মাণে।।

  প্রেম
---------
অন্ধ হয় আলোকের নদি
তুমি এসে ছুঁয়েদাও যদি৷।

ঘুম ঘর