প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, October 25, 2019

জন্মদিন, ২০১৯

জন্মদিন,২০১৯

প্রতিদিনই জন্মদিন,
প্রতি ক্ষণ মৃত্যুকরোজ্জ্বল।
গর্ভগত অন্ধকারে
স্বাতী নাম্নী নক্ষত্রের জল
টলোমলো দুলে যায়
দক্ষিণ বাতাসে অহরহ
জাতিস্মর, হে অক্ষর,
মৃত্যুদূত, প্রিয় বার্তাবহ -
তোমারই ইঙ্গিতে ফেরে
প্রতি রাত্রি, দাহ্য জন্মদিন।
ছন্দে যতির মতো তুমি
শোধ করো যাপনের ঋণ।।

ঘুম ঘর