প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, January 13, 2026

“দেখা হবে শুভ'র বাড়িতে”

 “দেখা হবে শুভ'র বাড়িতে”



জলে ধোয়া চিঠি অন্তে একটি বাক্যই টিঁকে আছে

“দেখা হবে শুভ'র বাড়িতে”। 

কোন শুভ? কই থাকে? তার বাসায় কার সঙ্গে কেন

 দেখা হবে? কবে হবে? কতোটা জরুরী

 এই দেখা? জন্মমৃত্যুর মতো 

কোনো রহস্য কি দেখা হলে চিরতরে

সমাধান হবে?  সবই মুছে গেছে শুধু পড়া যায়

“দেখা হবে শুভ'র বাড়িতে” আর খামে 

নাম, ঠিকানা আমারই। 

চুয়ান্ন বচ্ছরে অনেক অশুভ-শুভ, শুভবাসা, 

শুভদের বাড়ি যাওয়া আসা, আসা যাওয়া হলো। 

আরো কতো শুভদের বাড়ি

এখনো তালাশ করা বাকি? নাকি এরমধ্যেই কোনো 

শুভ'র বাড়িতে

যে আসার সে'ই এসে, আমার পাশেই বসে 

আমার সঙ্গেই

খোশগল্প করে চলে গেছে? চিনতে পারিনি তাই 

ইশারা-কথাটি

তোলা হয়নি…?  নাকি 

এখনো অপর কোনো শুভর বাড়িতে

অপেক্ষাতে সে রয়েছে 

জানালার ধারে?





ঘুম ঘর