ফেনার বুদ্বুদ
----------------------------------------
নিঝুম দুপুরঘাটে
বসে বসে কেচে তোলো
রাত্রির রণক্ষেত্রে
ব্যবহৃত ব্লাউজ, সায়া ও শাড়ি,
পেন্টি, ব্রেসিয়ার -
সস্তা সাবানে। নীলাভ বুদ্বুদ গুলি
সাবান-ফেনার
আঙুলের ফাঁক গ'লে
চলেযায় পাহাড়িয়া নদীর শরীরে
পার হয়ে শ্যাওলা-সীমা
ঘাট, আঘাটার।
বুদ্বুদের এ গ'লে যাওয়া, চলে যাওয়া দেখে
চুপে মনে পড়ে কি তোমার
নিজস্ব শরীর বেয়ে
চলে যাওয়া বেলোয়ারি রাত্রিদিন গুলি -
নিঝুম দুপুরবেলা
যৌবনের প্রায় শেষ
শ্যাওলাঘাটে বসে?
#
তাতার প্রেমিকজন, বর্শাহত প্রথম রাত্রির,
বাস করে আজ কোন দেশে?