প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, April 4, 2021

অউ-পন-নাশ-হিক

 অউ-পন-নাশ-হিক

" হুঁ, বললেই হল,  ওই ব্যাটা ছিরু পাল, 'ক অক্ষর গোমাংস " আর

"আংগ লিখতে তার মার্গো ফেটেযায়"... কিম্বা

'দুধে জল মিশিয়ে মিশিয়ে মাল বানিয়েছে'।

জানিস, ও একটা উপন্যাস লিখছে।

শ্রীবাস ভট্ট তার প্রচ্ছদ এঁকেছে। বঙ্ক ঘোষ

ব্লার্ব লিখছে আর কাহিনী প্রবাল মিত্র, যার ফিল্ম

টালিগঞ্জে হিট। কাহিনী কে কথায়, অক্ষরে

ফিট করে দিয়েছেন সানন্দ পুরস্কার প্রাপ্ত

ইরেজার বাগচি মহাশয়। পেমেন্ট সম্পূর্ণ হার্ড ক্যাশ।

উপন্যাস উদ্বোধনে আসবেন আলফ্রেড নোবেল স্বয়ং।  তবে 

উদ্বোধন করবে ছিরু পালই। স্বয়ং লেখক।

অতএব ছিরু পাল আর তাঁর শিল্প প্রতিভা নিয়ে

টেঁ ফুঁ করা এখন আর মোটেই চলবেনা... "


ঘুম ঘর