প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, September 14, 2021

নিষিদ্ধ পুস্তিকা

 নিষিদ্ধ পুস্তিকা

পরস্ত্রী,নিষিদ্ধ পুস্তিকা। প্রতিটি হলুদ পৃষ্ঠা

অন্ধ টানেলে ঠেকলে চোরা কারবারী দেখে

অন্ধকার আয়নায় তার দিনগত ব্যর্থতার

ছবি অনর্গল। অকস্মাৎ শ্বাস কষ্ট হলে

দৌড়ে বেরিয়ে এসে অন্ধরাতে, প্রেতশূন্য পথে,

হাতড়ে বেরায় সূত্র -- কবে ও কিভাবে

'নিজস্ত্রী'টি 'পরস্ত্রী' হয়েছে আর

প্রশ্নের সূচীমুখ শুধু

ঘুরে যায় 'দাম্পত্য' শব্দের

অন্তর্গত সন্ধি বিচ্ছেদে।

ঘুম ঘর