প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, November 17, 2021

ডাকবাক্স

 ডাকবাক্স

 


বহু চিঠি আজো লেখা বাকি,

দিই নাই বহু চিঠি ডাকে।

বহু চিঠি লিখিবনা আর ...

কতো চিঠি হারালো বিপাকে।

#

আসিবেনা আর বহু চিঠি।

হারায়েছে তারা বুঝি পথ?

বহু চিঠি, চিঠির প্রেরক

চলে গেলো পুড়িয়ে শপথ।

#

চিঠি-লোভে পথ চাওয়া তবু --

পিওনের, মেঘ, বাতাসের...

চিঠি লিখে তবু তুলে রাখা

ডালা খুলে ভাঙ্গা সিন্দুকের।

#

তবু লেখো, চিঠি, যদি চাও।

লিখি তো আমিও চিঠি রোজই --

উত্তরে শূন্য লিখে রেখে

দক্ষিণের ডাকবাক্স খুঁজি।

 

[ কবি দেবাশিস তরফদারকে]

 

১৫/১১ – ১৭/১১/২১

বেঙ্গালোর

 

ঘুম ঘর