প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, March 6, 2022

বাগান,বাড়ি, বাগানবাড়ি

 বাগান,বাড়ি, বাগানবাড়ি

 

আমি কি এক বাগানবাড়ি

প্রতীক্ষমান রাত্রি দিবস

তোমার আসার জন্য একা?

তুমি তোমার ভিড়, কোলাহল

ডুবিয়ে আমার নীরব থেকে

জল খেয়ে যাও আঁজলা ভরে?

কোলাহলের টুকরো তোমার

কাঁপে আমার চাতাল জুড়ে।

#

তুমি আমার বাগানবাড়ি?

শহরতলীর পথের ধারে

চুল ছড়ানো বসত তোমার

গাছের ডালে পাখির বাসা?

বনবাদাড়ে শেয়াল ডাকে

সন্ধ্যা নামার অল্প পরেই,

তখন সবার চোখ এড়িয়ে

চোরের মতন এসে আমার

দুয়েক রাত্রি কাটিয়ে যাওয়া?

#

কোনখানে কার বাগান, বাড়ি,

জানতো হদিস রাতপাখিরা।

ঘুম ঘর