প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, April 28, 2022

সব পাখি ঘরে ফেরে

 সব পাখি ঘরে ফেরে

এখনো

আলতাদাগ, এখনো

সিঁদুর।

#

বিকালের সূর্য

একা

অফিসফেরত

পাড়ি দেয় । পাখি গুলি

মেলে দেয় ডানা

যে যার নীড়ের দিকে

তবু

পক্ষীবিশারদ শুধু জানে

সব পাখি,সব রাত্রে

নিজ নীড়ে

কখনো  ফেরে না ।

#

তবুও আলতা দাগ ,

তবুও সিঁদুর ।

ঘুম ঘর