সপ্তর্ষি বিশ্বাসের কিছু লেখালেখি ...
সব পাখি ঘরে ফেরে
এখনো
আলতাদাগ, এখনো
সিঁদুর।
#
বিকালের সূর্য
একা
অফিসফেরত
পাড়ি দেয় । পাখি গুলি
মেলে দেয় ডানা
যে যার নীড়ের দিকে
তবু
পক্ষীবিশারদ শুধু জানে
সব পাখি,সব রাত্রে
নিজ নীড়ে
কখনো ফেরে না ।
তবুও আলতা দাগ ,
তবুও সিঁদুর ।