প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, December 9, 2022

শিকার কাহিনী

 শিকার কাহিনী


—- "তারপর
রাত্রি নিঝুম।
রাক্ষুসী রানীসাজ ছেড়ে.. "
" রাত্রি নিঝুম হয়
দশটা —- বারোটা —- একটা —-
ক'টা বাজলে পরে?"
—- " যখন আর সকলে ঘুমায়, রাক্ষুসিরা জাগে শুধু..
যখন বালিশে কান রেখে শোনা যায় শোঁ-শোঁ শব্দ
পৃথিবীর ঘুরতে থাকার —-
তখনই নিঝুম হয় রাত"।…  বানানো গল্প নয়। রূপকথা নয়। পৃথিবীর
এ ঘূর্ণনের ধ্বনি গতজন্মে বহু রাতে আমিও শুনেছি। এই জন্মে
নিঝুমের প্রতীক্ষায় জেগে, জেগে জেগে রাত্রি ভেসে গেছে। ধ্বনি নয়,
আওয়াজ এসেছে "নগর নিদ্রা যায়না" স্পষ্ট জানাতে। "ধ্বনি" বলতে
কোনো কোনো রাতে
রেলগাড়ী
সেন্ট্রাল ইস্টিশন থেকে ছেড়ে গেছে
কামরা ভরা ঘুম নিয়ে
সম্ভবত
নিঝুমের দিকে। যে নিঝুম
রাক্ষুসি রানী
গিলেছে শিকার করে কবে।
–---- x –-----


ঘুম ঘর