যে ঠাকুর,জমিন-দার
[ কবি ওমপ্রকাশ বাল্মিকী র " ঠাকুর কা কুঁয়া" র ছায়ায় ]
—- –---
চুলা মাটির। মাটি, পুকুর
ছেনে তোলা। পুকুর
কার? যে ঠাকুর,
জমিন-দার।
#
ক্ষুধা রুটির। রুটি আটার। কার
আটা? আটার ক্ষেত? পুকুর
যার। যে ঠাকুর,
জমিন-দার।
#
বলদ, হাল, জোত, খামার
সবই তাঁর, পুকুর
যার। যে ঠাকুর,
জমিন-দার।
লাঙ্গলও তাঁর, কেবল ঘাম,
রক্ত, খাটা —- হে আমার, হে
তোমার। এবং শেষে
ফসল কার? সবই তাঁর, পুকুর
যার। যে ঠাকুর,
জমিন-দার।
#
পানি ও জল, শস্যাগার,
এবং পাড়া, রাস্তাঘাট,
সবই তাঁর, পুকুর
যার। যে ঠাকুর,
জমিন-দার।
তাইলে বাকি
সব আমার?
গ্রাম? শহর? দেশটি আর
দেশের ভার?
দশের ভার?
—-
সপ্তর্ষি বিশ্বাস
০৩/১০/ ২০২৩