প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, May 5, 2013

যে দাঁড়ায় ঝড়ের ওপারে






 যে দাঁড়ায় ঝড়ের ওপারে

It was painful to see parts of the adobe work being washed down by lashing rain. 
I don't know when we can complete building the house... The shack where Dulal, Sabita, Sureshan and I have been living, has also got damaged by the rain and storm.” – দেবল দেব, ৫ই মে ২০১৩, ফেবু স্টেটাস্‌

বৃষ্টিতে ধুয়ে গেলো যত
সেই সব প্রয়াসের ক্ষত
পলি হয়ে যে শোণিতে মেশে
স্তব্ধ হয় তার কাছে এসে
সব ক্ষত,  বসে বসে দেখে
দুলাল, সবিতা, সুরেশন্‌
জাগে ফের নির্মাণের ক্ষন –

আরো ঝড় নামুক তাহলে
তোমার শোণিতে, জলে স্থলে –
আরো দীপ্তি, আরোও খনন -

ঘুম ঘর