প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, October 19, 2014

আজকের গণিতের পাতা ...






আজকের গণিতের পাতা ...

“এতদিন বসে পুরোনো বীজগণিতের পাতা শেষ করতে-না-করতেই
সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল;
কোন্‌ এক গভীর নতুন বীজগণিত যেন
পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে; -
আবার মিথ্যা প্রমাণিত হবে বলে?”
-জীবনানন্দ দাশ, ‘আজকের এক মুহুর্ত’, ‘মহাপৃথিবী’



আজকের গণিতের পাতা
যদি কাল মিথ্যা হয়েযায় –
-এমন হচ্ছে বহু – আরো হবে – তাই –
-অথবা অদ্যাবধি যা যা প্রমাণিত –
তারাও যে ধ্রুব নয় – এ’ও রাষ্ট্রপ্রায় –
তবু কেউ যেতে যেতে থম্‌কে দাঁড়াবে
পদ্মদিঘির পাড়ে – অথবা গণিকালয়ে – হঠাৎ সন্ধ্যায় –

-এই শুধু স্থির সত্য-
বাকি সব বেদহেন, বেদবাক্যহেন
ধূলি হয়ে মিলাবে ধূলায় ...

ঘুম ঘর