প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, June 5, 2011

আজ আর কালের কাহিনী...

আজ আর কালের কাহিনী...

অন্যেরা ঠিক ভেবেছিল তুমি আসবেনা ,
তবু আমি কাল সারাদিন অপেক্ষায় ছিলাম  তোমার...
অন্যেরা ঠিক ভেবেছিল তুমি আসবেনা ,
কেমন ছুটির মতো রোদ ছিল কাল ... মনেপড়ে?
বর্ষাতি ছাড়াই আমি সারাদিন দাঁড়িয়েছি পথে ...

কাল থেকে আজ হলো...
প্রবল বিচ্ছিরি এক কাদা মাখা দিন ও আকাশ
আমাদের দিলো ওরা আজ ...
বিবিক্ত পাতার থেকে টুপ্‌টাপ্‌ জল ঝরেগেলো ...

সান্তনার বাক্য নয়...
নয় অশ্রু মোছার সঙ্গীত ...


[ I waited for you yesterday since morning,
They guessed you wouldn't come,
Do you remember the weather? Like a holiday!
I went out without a coat.

Today came, and they fixed for us

A somehow specially dismal day,
It was very late, and it was raining,
The drops cascading down the chilly branches.

No word of comfort, tears undried… 

- Arseny Tarkovsky - ]

ঘুম ঘর