প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, June 5, 2011

সকালে গলিত সেই মোমের শরীরে ...


 সকালে গলিত সেই মোমের শরীরে ...
মধ্যরাতে কবিতার মধ্যপথে আমি
গ’লে গ’লে গেছি এক মোমের মতন
সকালে গলিত সেই মোমের শরীরে
খোদিত পেয়েছি যতো নামধাম গুলি
যাদের দুঃখে আমি পুড়েযাবো ধীরে,
অথবা যাদের চোখ পাখির কাকলী ...

সকালে গলিত সেই মোমের শরীরে
শিখেছি বিলিয়ে দিয়ে শেষতম গান
কিভাবে কফিনে যাওয়া মৃদু পায়ে একা ...
নিজহাতে মুছেদিয়ে প্রতিটি প্রমাণ ...

শিখেছি অস্থায়ী এই তাঁবু হেন ছাতে
কখনো ঝড়ের রাতে শ্বাপদের মতো
আমার মৃত্যু এসে ফিরেগেলে পরে
শব্দহেন জ্বলেওঠা – পরের প্রভাতে।।
৪/৬/২০১১

ঘুম ঘর