প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, January 16, 2013

প্রয়াসের আয়োজন গুলি





প্রয়াসের আয়োজন গুলি

আবার প্রয়াস নিলে ভুল হবে নাকি?
নাকি খুব দেরী হয়ে গেছে?

যে চিঠি তোমার ছিল
তার খামে অপর ঠিকানা –
এখন আবার ডাকলে
ফিরিবে কি সেই হরকরা?

এখন একাকী গিয়ে
নদীপারে একাকী দাঁড়ালে
মাঝি কি আমাকে চিনে
নিয়ে যাবে খেয়া পার করে?
নাকি এ শীতের সূর্য
ডুবেযাবে, এভাবেই,
আমাদের স্মরণীয় সবগুলি ভুলের শিয়রে?

প্রয়াসের আয়োজন গুলি
ব্যাহত ইচ্ছা হয়ে
জ্বলেযায় ঘুমঘোরে জোনাকির মতো –
১৬/০১/২০১৩

ঘুম ঘর